পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসেম মুনিরকে প্রশংসায় ভাসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৫ জুন) এআরওয়াই নিউজের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, ইউরোপীয় সামরিক জোট ন্যাটোর সদরদপ্তর হেগে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসেম মুনিরকে চমৎকার ব্যক্তিত্বের অধিকারী বলে প্রশংসা করেন।
তিনি আরো বলেন, আমার শাসনামলের সাম্প্রতিক বড় সাফল্য হলো, পাক-ভারত যুদ্ধ থামিয়ে দেওয়া। তারা উভয়েই পারমাণবিক হামলার দিকে এগিয়ে যাচ্ছিলো।
দু’পক্ষের সাথে যুদ্ধকালীন আলোচনা প্রসঙ্গে তিনি বলেন আমি ফিল্ড মার্শাল আসেম মুনিরকে বলেছিলাম, আপনাদের বাণিজ্য করতে হবে। ভারতের সরকার প্রধান মোদিকে বলেছিলাম, যদি যুদ্ধ চালিয়ে যান, তাহলে আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না।
এছাড়াও ট্রাম্প বলেন, সম্প্রতি আমি মধ্যপ্রাচ্য সফর করেছি। সৌদি বাদশাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতৃবৃন্দের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনা করেছি। মধ্যপ্রাচ্য সফরের পর আমেরিকায় ৫.১ ট্রিলিয়ন ডলার নিয়ে এসেছি। এর আগে আমেরিকা ছিলো মৃত এবং তার নেতৃত্বও ছিল মৃত মস্তিষ্কের অধিকারীদের হাতে।