শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

কোনো দেশ আমাদের স্বার্থবিরোধী কাজ করলেই সেখানে হামলা করবো: ইসরাইল

ইরানে যেভাবে হামলা কারা হয়েছে, সেভাবেই মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলার হুমকি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। দখলদাররা হুঁশিয়ার করে বলেছে, যারাই ইসরাইল স্বার্থবিরোধী কাজ করবে তাদের শাস্তি পেতে হবে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (১ জুলাই) রাতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ইয়েমেনে হুতি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালানোর হুমকি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণের অনুরূপ এ হামলা হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

কাটজ এক্স-এ লেখেছেন, ইয়েমেনের সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে। তেহরানে সাপের মাথায় আঘাত করার পর আমরা ইয়েমেনে হুতিদের ওপরও হামলা করব।

তিনি আরও বলেন, যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তার কিছুক্ষণ পরই এই হুমকি দেওয়া হয়।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img