বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই জোটে’র সেমিনার অনুষ্ঠিত

জুলাই জোটের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: গণঅভ্যুত্থান-২০২৪ থেকে নতুন বাংলাদেশের যাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাওলানা জামিল সিদ্দিক’র সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন ও বিশেষ অথিতি ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

ডা. মাহদী বলেন, মাদরাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মূল্যবোধভিত্তিক ও সহনশীল বাংলাদেশ গড়তে হবে। ইসলামপন্থা ও বাংলাদেশপন্থার সমন্বয়েই আগামীর রাষ্ট্রচিন্তা গড়ে উঠবে।

আহমদ আব্দুল কাদের বলেন, বাংলাদেশ ও ইসলামের স্বার্থ একসাথে রক্ষা করাই আমাদের চূড়ান্ত কর্তব্য।

সেমিনার আরও বক্তব্য রাখেন, কবি মূসা আল হাফিজ, জুলাই জোটের অন্যতম উদ্যোক্তা মাওলানা মাবরুরুল হক, মাওলানা সাইফুল্লাহ তামিম।

অনুষ্ঠিত সেমিনার আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন, আরেক কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, গবেষক ও চিন্তক সাইয়েদ আব্দুল্লাহ, ছাত্রনেতা নিজাম উদ্দিন, শাহরিয়ার শিমুল ও তরুণ আলেম প্রজন্ম ২৪-এর সভাপতি মাওলানা এহসানুল হক।

বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী মোড় পরিবর্তনের সময়। এই আন্দোলন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে সামনে এনেছে। তারা এই অভ্যুত্থানকে শুধুই রাজনৈতিক প্রতিবাদ নয়; বরং একটি নতুন রাষ্ট্রচেতনার সূচনা হিসেবে উল্লেখ করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা সাজিদ আব্দুল্লাহ, জনাব সালাউদ্দিন সবুজ, মাওলানা আনাস বিন ইউসুফ, মাওলানা ইকরামুল মারজানসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img