শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলের নৃশংস আগ্রাসন নিয়ে বারাক ওবামার উদ্বেগ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস আগ্রাসন ও তীব্র মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) এক্স বার্তায় গাজ্জায় দুর্ভিক্ষ নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ওবামা লেখেন, যদিও গাজ্জা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের মুক্তি এবং ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক, এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

তিনি আরও বলেন, গাজ্জা উপত্যকার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে। বেসামরিক মানুষদের কাছ থেকে খাবার ও পানি দূরে রাখার কোনও যুক্তি থাকতে পারে না।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img