ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলামান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
সোমবার (২৮ জুলাই) একটি টেলিভিশন ভাষণে তিনি এ আহ্বান জানান। কায়রো থেকে এএফপি জানায়।
তিনি বলেন, ‘এই যুদ্ধ থামাতে, সাহায্য পৌঁছে দিতে এবং এই দুর্ভোগের অবসান ঘটাতে একমাত্র সক্ষম ব্যক্তি হলেন ট্রাম্প।’
তিনি আরও বলেন, ‘তাই আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি- দয়া করে যুদ্ধ থামাতে এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করুন।’