বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষনা দেওয়ায় কানাডাকে হুমকি দিলেন ট্রাম্প

আগামী সেপ্টেম্বর মাসে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ তথ্য প্রকাশ্যে আসার পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে। তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পদক্ষেপ মার্কিন-কানাডা বাণিজ্য চুক্তিকে হুমকির মুখে ফেলবে।

বুধবার (৩০ জুলাই) কার্নির পদক্ষেপের খবর সামনের আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, বাহ!… এর ফলে তাদের (কানাডা) সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে।

এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

মার্ক কার্নি বলেন, গাজ্জায় মানবিক বিপর্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এখন দেখার অপেক্ষা ট্রাম্পের হুমকির পর কার্নি পিছু হটেন কিনা।

সূত্র : বিবিসি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img