বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বাড়ানো অন্যায়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার ‘শাস্তি’ হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়ে নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই সিদ্ধান্তকে ‘অন্যায়, অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিবৃতিতে ভারত জানায়, ভারতের জ্বালানি আমদানি বাজারের পরিস্থিতি বিবেচনা করেই পরিচালিত হয়। এটি ১৪০ কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশই জাতীয় স্বার্থে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু একমাত্র ভারতকে লক্ষ্য করে এভাবে শুল্ক আরোপ করা খুবই দুর্ভাগ্যজনক।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত শুধু অনুচিতই নয়, বরং পুরোপুরি অগ্রহণযোগ্য। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে, বুধবার রাতে দেওয়া এই ঘোষণার ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে, যা চীনের তুলনায় ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img