বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার দুই মন্ত্রীসহ নিহত ৮

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রীসহ ৮জন আরোহীর সকলে নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দেশটির চিফ অফ স্টাফ জুলিয়াস ডেব্রা এক বিবৃতিতে একথা জানান।

তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মদ আজ সকালে দক্ষিণ ঘানার আশান্তি অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। নিহতদের মধ্যে আরো ছিলেন, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং প্রেসিডেন্ট মাহামার রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) এর সহ-সভাপতি স্যামুয়েল সারপং।

প্রেসিডেন্ট জন মাহামা ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছে।

এর আগে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে, মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদের নিয়ে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার সকালে রাজধানীর আক্রা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ওবুয়াসির উদ্দেশ্যে উড্ডয়ন করে। কিন্তু স্থানীয় সময় ৯টার দিকে তা রাডার থেকে হারিয়ে যায়। এতে ৩ জন ক্রু ও ৫ জন যাত্রীসহ সর্বমোট ৮জন আরোহী ছিলো।

সংবাদমাধ্যমের তথ্যমতে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী বোয়ামাহ বুরকিনা ফাসো, মালি এবং নাইজার এই ৩টি সামরিক শাসিত দেশ, যারা পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াস (ECOWAS) থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টায় ঘানার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। এজন্য গত মে মাসে তিনি ওয়াগাদুগুও সফর করেছিলেন।

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img