বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, শনিবার (৯ আগস্ট) চলমান এই বন্দুকযুদ্ধে আহত হয়েছেন আরও দুই সেনা। এ নিয়ে সব মিলিয়ে আহতের সংখ্যা প্রায় ১০ জন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চলে বন্দুকধারীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি।

প্রতিবেদনে আরও বলা হয়, রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল এবং লুকিয়ে থাকা বন্দুকধারীদের খুঁজে বের করার জন্য শত শত সেনা বৃহত্তম অভিযানে কাজ করছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং আক্রমণাত্মক হেলিকপ্টার। প্রচণ্ড গুলিবর্ষণ এবং মাঝে মাঝে বিস্ফোরণের মধ্যে আখালের ঘন আলপাইন বনে সন্দেহজনক এলাকায় ড্রোন থেকে বিস্ফোরক ফেলতে দেখা গেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img