শনিবার, মে ১০, ২০২৫

তুর্কি ড্রোনের সাফল্য দেখে আতঙ্কে পশ্চিমারা: যন্ত্রাংশ দেবে না ব্রিটেন

spot_imgspot_img

সদ্য সমাপ্ত নগোরনো-কারাবাখ যুদ্ধে তুরস্কের নির্মিত ড্রোনের সাফল্য দেখে আতঙ্কে আছে পশ্চিমা দেশগুলো।

এ কারণে ইউরোপের বিভিন্ন দেশ তুরস্কের কাছে ড্রোন নির্মাণের যন্ত্রাংশ বিক্রি না করার দাবি জানিয়েছে ব্রিটিশ এরোস্পেস কোম্পানির কাছে।

তুর্কি নির্মাতা প্রতিষ্ঠান বায়কারের তৈরি ড্রোন কারাবাখ যুদ্ধে ব্যবহার করে আজারবাইজান কল্পনাতীত সাফল্য পেয়েছে।

ব্রিটিশ প্রতিষ্ঠান এডায়ার লিমিটেড সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আর তুর্কি প্রতিষ্ঠান বায়কারের কাছে ড্রোনের যন্ত্রাংশ বিক্রি করবে না।

লন্ডনে আর্মেনিয়ার দূতাবাস প্রথমে ওই ব্রিটিশ প্রতিষ্ঠানের কাছে তুর্কি প্রতিষ্ঠান বায়কারের বিরুদ্ধে অভিযোগ করে।

বায়রাকরাত নামে তুর্কি ওই ড্রোনটি দেশটির সেনাবাহিনী ছাড়াও আজারবাইজান, ইউক্রেন, কাতার ও লিবিয়ায় রফতানি করা হয়।

প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানের জামাতা সেলকুক বায়রাকরাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত বছরের অক্টোবরে কানাডা তুরস্কে সামরিক ড্রোনের প্রযুক্তি বিক্রি বন্ধ করে দেয়।

উৎস, আরব নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img