বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে তিন মাসে ২০০ পুরুষের যৌন নির্যাতনের শিকার ১২ বছরের কিশোরী

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে পাচার হওয়া ১২ বছর বয়সী বাংলাদেশি এক কিশোরী ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হয়েছে। রাজ্যের ভাসাইয়ের নাইগাঁও এলাকায় দেহব্যবসা চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

কিশোরী জানান, মাত্র তিন মাসে ২০০ জনেরও বেশি পুরুষের যৌন নির্যাতনের শিকার হয়েছে সে।

রোববার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি সংস্থা এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমনি ফাউন্ডেশনের সহায়তায় মহারাষ্ট্রের মিরা-ভায়ান্দার ভাসাই-ভিরা (এমবিভিভি) পুলিশের মানবপাচার বিরোধী ইউনিট গত ২৬ জুলাই বাংলাদেশি ওই কিশোরীকে উদ্ধার করে। যৌন নিপীড়নের এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্রাহাম মাথাই বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি বলেছে, প্রথমে তাকে গুজরাটের নাদিয়াদ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিন মাসে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করে।

তিনি বলেন, ‌‌এই শিশুটি এখনও কিশোর বয়সে না পৌঁছালেও নৃশংস চক্র তার শৈশব কেড়ে নিয়েছে।

তিনি জানান, স্কুলে এক বিষয়ে ফেল করায় বাবা-মায়ের কড়া শাসনের ভয়ে মেয়েটি পরিচিত এক নারীর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। সেই নারী তাকে ভারতে পাচার করে দেহব্যবসায় নামিয়ে দেয়। তিনি এই শিশুর ২০০ জন নির্যাতনকারীর সবাইকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রাজ্যের পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, এমবিভিভি পুলিশ পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে ও ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করছে।

স্থানীয় মানবাধিকারকর্মী মধু শংকর বলেন, আমি প্রায়ই ছোট কন্যা শিশুদের ভাশি ও বেলাপুর এলাকায় ভিক্ষা করতে দেখি। তাদের অনেককে ছোটবেলায় গ্রাম থেকে চুরি করে শহরে আনা হয় এবং পরে শোষণ করা হয়। সাধারণত এক অথবা দু’জন বয়স্ক নারী তাদের সামলায় এবং পরবর্তীতে দেহব্যবসায় নামিয়ে দেয়। এমনকি দ্রুত বয়ঃসন্ধিতে পৌঁছানোর জন্য তাদের হরমোন ইনজেকশনও দেওয়া হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ