বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে হিন্দুত্ববাদীদের রোষানলের শিকার খ্রিস্টধর্ম গ্রহণকারীরা

ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে বিপদে রয়েছেন খ্রিস্টধর্ম গ্রহণকারীরা।

সোমবার (১১ আগস্ট) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বরাতে বলা হয়, বিজেপি শাসিত ছত্তিসগড়ের খ্রিস্টধর্ম গ্রহণকারীরা উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে রয়েছে। স্থানীয় বিজেপি নেতা ও উগ্র হিন্দুত্ববাদীরা বিশেষত, প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীকে পুনরায় হিন্দুধর্ম গ্রহণের জন্য চাপ দিয়ে যাচ্ছে।

সম্প্রতি স্থানীয় হিন্দুত্ববাদী বিজেপি নেতা রাজা রাম তোদেম এমনই এক খ্রিস্টধর্ম গ্রহণকারীর কাছে যান। জোরজবরদস্তি করে তাকে হিন্দুধর্মে ফিরতে বাধ্য করেন। এই লোকটি অতীতে চিকিৎসা সহায়তা পাওয়ার পর খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন।

প্রতিবেদনে আরেকটি ঘটনার কথাও উল্লেখ করা হয়, যেখানে এক খ্রিস্টান ব্যক্তির পিতাকে স্থানীয় সমাজ তার পূর্বপুরুষদের জমিতে কবর দিতে বাধা দেয়। তার অধিকার অস্বীকার করে। ফলে খ্রিস্টান ব্যক্তিটি বাধ্য হয়ে দূরের এক এলাকায় তার পিতাকে কবর দেয়।

স্থানীয় খ্রিস্টান পাদ্রিরা সতর্ক করে বলেছেন, উগ্র হিন্দুত্ববাদীদের এমন কর্মকাণ্ড ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং ধর্মীয় স্বাধীনতার অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা আরো জানান, বিশেষত গ্রামীণ অঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ভয় ও অনিরাপত্তা আশঙ্কাজনকভাবে বাড়ছে। উগ্র হিন্দুত্ববাদীদের কারণে তারা তীব্র সামাজিক চাপ ও হুমকির মুখে রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ