ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শুক্রবার (১৫ আগস্ট) দেশটিতে পালিত হয় দিবসটি। ১৯৪৭ সালের এদিন ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিল দেশটি।
সংবাদমাধ্যম ভাস্কর জানিয়েছে, মোদি এবারই প্রথমবারের মতো এ দীর্ঘ এবং ১০০ মিনিটের বেশি ভাষণ দিয়েছেন। এছাড়া দিল্লির লালকেল্লা থেকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই দীর্ঘ বক্তব্য।
গত বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি ৯৮ মিনিট ভাষণ দিয়েছিলেন। এরআগে তিনি সর্বোচ্চ সময় বক্তব্য দেওয়ার রেকর্ড গড়েছিলেন ২০১৬ সালে। সে বছর ৯৬ মিনিট কথা বলেছিলেন তিনি।









