গাজ্জা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে অন্তত ৫১ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
শুক্রবার (১৪ আগস্ট) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৩৬৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৫৫ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।
এছাড়াও মানবিক সহায়তা নিতে গিয়ে ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার ৮৯৮ জনে দাঁড়িয়েছে এবং ১৪ হাজার ১১৩ জনেরও বেশি আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ২৪০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০৭ জন শিশুও রয়েছে।