শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করে গর্ববোধ করছেন ট্রাম্প: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করে গর্ববোধ করছেন বলে দাবি করেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

তিনি বলেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে নজিরবিহীন সংঘাতের অবসান ঘটিয়েছিলেন ট্রাম্প। এবং মাত্র সাত মাসে বিশ্বব্যাপী সাতটি সংঘাত থামিয়েছেন তিনি।

বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ক্যারোলিন লেভিট বলেন, “আমরা দেখেছি, ভারত-পাকিস্তান সংঘাতের অবসান ঘটেছে, যদি আমাদের প্রেসিডেন্ট (ট্রাম্প) না থাকতেন তাহলে এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারত।”

ট্রাম্প প্রেসিডেন্ট পদটির শক্তি ও প্রভাবকে কাজে লাগাতে জানেন বলেও দাবি করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img