ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ এবং সকল জিম্মিকে মুক্তি দিতে রাজি না হয়, তাহলে গাজ্জা সিটি ধ্বংস করে দেওয়া হবে।
শুক্রবার (২২ আগস্ট) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমাজিক যোগাযোগমাধ্য দেওয়া এক বর্তায় এ হুমকি দেন।
ইসরাইল কাৎজ লেখেন, শিগগিরই গাজ্জায় হামাসের মাথার উপর নরকের দরজা খুলে যাবে, যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরাইলের শর্ত অনুযায়ী সকল জিম্মিদের মুক্তি এবং নিরস্ত্রীকরণে সম্মত হয়।’
তিনি বলেন, ‘যদি তারা একমত না হয়, তাহলে হামাসের রাজধানী গাজা সিটি আরেকটি রাফা বা বেইত হানুন হয়ে যাবে।’
উল্লেখ্য, সোমবার, কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় হামাস। এই প্রস্তাব অনুযায়ী বাকি জিম্মিদের অর্ধেক মুক্তি পাবে। তবে নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের কাছে গ্রহণযোগ্য শর্তে অবশিষ্ট সকল জিম্মিকে মুক্তি এবং গাজ্জায় যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করা হবে।