মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরো একটি দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র লুক্সেমবার্গ।

দেশটির প্রধানমন্ত্রী লুস ফ্রাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেটেল জানান, লুক্সেমবার্গ চলতি মাসে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বেটেল জানান, তিনি পার্লামেন্টে একটি বিল প্রস্তাব করবেন, যাতে লুক্সেমবার্গ আরো পদক্ষেপ নিতে পারে, যেমন নিষেধাজ্ঞা।

ফ্রান্স ও সৌদি আরব ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সময় ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে বৈঠক আয়োজন করবে। অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও ব্রিটেনও নির্দিষ্ট শর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

এপ্রিল পর্যন্ত ১৪৭টি দেশ- যা জাতিসংঘ সদস্য রাষ্ট্রের ৭৫ শতাংশ ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img