হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতীয় পাসপোর্টের বিশ্বব্যাপী অবস্থানের উন্নতি ঘটলেও দুটি দেশ তাদের অনভিব্যক্তি প্রবেশ বা ‘ভিসামুক্ত’ ভ্রমণের সুবিধা বাতিল করেছে।
২০২৫ সালে ভারতীয় পাসপোর্ট যেখানে ৮৫তম অবস্থানে ছিল, এ বছর তা ৮০তম স্থানে উঠে এসেছে। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি সত্ত্বেও ভারতীয় নাগরিকরা আগে যেখানে ৫৭টি গন্তব্যে বিনা ভিসায় যেতে পারতেন, এখন সেই সংখ্যা কমে ৫৫-তে দাঁড়িয়েছে।
ইরান এবং বলিভিয়া তাদের প্রবেশ নীতিতে পরিবর্তন আনায় ভারতীয় পর্যটকদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এনডিটিভি এবং হেনলি পাসপোর্ট ইনডেক্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরান এখন থেকে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত সুবিধা স্থগিত করেছে। ২০২৫ সালের ২২ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৭ নভেম্বর এক সতর্কবার্তায় জানিয়েছিল, অনেক ভারতীয় নাগরিককে চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে বা অন্য দেশে পাঠানোর নাম করে ইরানের ভিসা-মুক্ত ব্যবস্থার সুযোগ নিয়ে দেশটিতে নিয়ে যাওয়া হচ্ছে।
সেখানে পৌঁছানোর পর অনেককেই অপহরণ করে মুক্তিপণ দাবি করার মতো ঘটনা ঘটেছে। এই নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণেই ইরান সরকার ভারতীয়দের জন্য আগাম ভিসা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ইরানে ভ্রমণ বা ট্রানজিটের জন্য ভারতীয়দের আগেভাগেই দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে।
অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া তাদের ‘ভিসা অন অ্যারাইভাল’ বা পৌঁছানোর পর ভিসা দেওয়ার নীতি থেকে সরে এসেছে। ২০২৬ সাল থেকে ভারতীয়দের বলিভিয়া ভ্রমণের জন্য ‘ই-ভিসা’ সংগ্রহ করতে হবে। ই-ভিসার ক্ষেত্রে ভ্রমণকারীকে অনলাইনে ফর্ম পূরণ করে নথিপত্র আপলোড করতে হয় এবং ইলেকট্রনিক পদ্ধতিতে ফি জমা দিতে হয়।
অনুমোদিত ভিসার ডিজিটাল কপিটি ভ্রমণের সময় সঙ্গে রাখা বাধ্যতামূলক। হেনলি ইনডেক্সের মানদণ্ড অনুযায়ী, যেহেতু যাত্রার আগে এই অনুমোদন নিতে হয়, তাই একে আর ‘ভিসা-মুক্ত’ বা ‘অন অ্যারাইভাল’ ক্যাটাগরিতে রাখা সম্ভব নয়। ফলে ভারতীয়দের সহজ প্রবেশাধিকারের তালিকায় গন্তব্যের সংখ্যা কমেছে।
সাধারণত কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বাস্থ্য রক্ষা বা অভিবাসন নীতিতে পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ তাদের ভিসা নীতি যেকোনো সময় সংশোধন করতে পারে।
ইরান ও বলিভিয়া তালিকায় না থাকলেও ভারতীয়দের জন্য ২০২৬ সালে এখনও ৫৫টি দেশ ভিসা-মুক্ত বা সহজে ভ্রমণের সুযোগ দিচ্ছে। তবে এই দুই দেশে যাওয়ার পরিকল্পনা থাকলে ভ্রমণকারীদের এখন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশেষ করে ইরানের ক্ষেত্রে কোনো দালালের খপ্পরে না পড়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: এনডিটিভি











