বাংলাদেশ সফরে এসেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি শিল্প ও বাণিজ্য মন্ত্রী মাওলানা আহমাদুল্লাহ জাহিদ।
আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় টুইট বার্তায় জানিয়েছে উপমন্ত্রী মাওলানা আহমাদুল্লাহ জাহিদ সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুব রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাণিজ্য সচিব আফগান প্রতিনিধি দলকে উষ্ণভাবে স্বাগত জানান এবং দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করেন।
আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, বৈঠকে দুই পক্ষ বাণিজ্যিক সমঝোতা স্মারকে স্বাক্ষর, ব্যাংকিং সুবিধা, আফগান পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্কহার, বাণিজ্য বৃদ্ধি এবং আফগানিস্তানে ওষুধ ও কাপড় আমদানি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার পর কাবুল ও ঢাকায় যৌথ প্রদর্শনী আয়োজন, দুই দেশে বাণিজ্যিক অ্যাটাশে পরিচিতি প্রদান এবং বাণিজ্যিক বাধা দূর করতে যৌথ কমিটি গঠনের বিষয়ে একমত হন তারা।
আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সুযোগগুলো অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতে যৌথ সহযোগিতা অব্যাহত রাখতে কাবুল ও ঢাকায় এ ধরনের বৈঠক ধারাবাহিকভাবে করার প্রস্তুতির কথাও জানান তারা।











