মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘ

জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, গাজ্জায় ফিলিস্তিনিদের নির্মূল করার লক্ষ্যে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। আর এতে উষ্কানি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (১৬ সপ্টেম্বর) প্রকাশিত জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের ৭২ পৃষ্ঠার প্রতিবেদনে এ কথা বলো হয়।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী পাঁচটি গণহত্যামূলক কাজের মধ্যে চারটিই করেছে ইসরাইল।

তদন্ত প্রতিবেদন অনুসারে এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, ফিলিস্তিনিদের হত্যা, ফিলিস্তিনিদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং প্রজনন রোধ করা।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিকদের বাড়িঘর, আশ্রয়কেন্দ্র এবং নিরাপদ অঞ্চলে বোমা হামলা চালিয়েছে। নিহতদের অর্ধেকেরও বেশি নারী, শিশু এবং বয়স্ক মানুষ।

এতে বলা হয় ফিলিস্তিনিরা নির্যাতন, যৌন সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং সাংস্কৃতিক নির্মূলের শিকার হয়েছে। ইসরাইল গাজায় অবরোধ আরোপ করেছে, খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসা সহায়তা বন্ধ করে দিয়েছে এবং ফিলিস্তিনিদের অনাহারে রেখেছে। ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য মতো পরিস্থিতি তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img