শনিবার | ১৮ অক্টোবর | ২০২৫

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জন আসামির জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান।

আসামিরা হলেন, আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img