সিরিয়া ও সৌদি আরবের মধ্যে এক চুক্তি এবং ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষররিত হয়েছে। যা জ্বালানির একাধিক খাতকে অন্তর্ভুক্ত করে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সৌদি সংবাদমাধ্যম আল-এখবারিয়া জানিয়েছে, এসব চুক্তি রিয়াদ ও দামেস্কের মধ্যে “জ্বালানির বিভিন্ন ক্ষেত্র” ঘিরে হয়েছে।
সিরিয়ার নিউজ এজেন্সি সানা জানায়, চুক্তিগুলোতে রয়েছে- বিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন স্টেশন, ভূ-ভৌতিক ও ভূতাত্ত্বিক জরিপ, তেলক্ষেত্র সেবা, খননকাজ ও কূপের রক্ষণাবেক্ষণ। এছাড়াও এতে অন্তর্ভুক্ত রয়েছে- প্রযুক্তিগত প্রশিক্ষণ, জনশক্তি উন্নয়ন, তেল ও গ্যাসক্ষেত্র ব্যবস্থাপনার জন্য সমন্বিত সমাধান।
নতুন এসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল-দুবাইখি নেতৃত্বাধীন এক সৌদি বিনিয়োগ প্রতিনিধি দলের দামেস্ক সফরের সময়। সফরের উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সুযোগগুলো অনুসন্ধান করা।
এর আগে, গত জুলাইয়ে দামেস্কে অনুষ্ঠিত হয়েছিল প্রথম সিরিয়া-সৌদি বিনিয়োগ ফোরাম, যেখানে মোট ৪৪টি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল্য ছিল ৬ বিলিয়ন ডলার।
২০২৪ সালের শেষদিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ার নতুন প্রশাসন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।
প্রায় ২৫ বছর সিরিয়ার নেতৃত্বে থাকা আসাদ গত ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট আহমাদ আল-শারার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটোর










