জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ড. মুহাম্মদ ইউনূসের দল বলে দাবি করেছেন সাবেক বিএনপি নেতা ফজলুর রহমান।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।
একটি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই। তার বয়স এখন ৮৭ বছর, মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। তাকে গ্রেপ্তার করে অপমান করা হয়েছে।
ফজলুর রহমান বিএনপির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি যদি এই পরিস্থিতি না বুঝে, তাহলে দেশের জন্য আরও বেশি দুঃখ অপেক্ষা করছে।
বিএনপির প্রতি লতিফ সিদ্দিকীসহ আটকদের বিষয়ে নিন্দা প্রকাশ করার এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিরোধ না হলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে।
বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, আমি তো এখনো বিএনপি। তিন মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতে পারি। কাজেই এইটা বিএনপি, আমি আছি বিএনপিতে।











