বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

বর্তমানে ৪০টিরও বেশি দেশে আফগান দূতাবাস কাজ করে যাচ্ছে : মাওলানা মুজাহিদ

বর্তমানে ৪০টিরও বেশি দেশে আফগানিস্তানের কূটনৈতিক মিশন সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন আফগান সরকারের মুখপাত্র ও ডেপুটি তথ্যমন্ত্রী মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, আফগানিস্তানের চলমান কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া বহু দেশকে স্বীকৃতির ব্যাপারে আশ্বস্ত করেছে। বর্তমানে ইমারাতে ইসলামিয়ার ৪০টিরও বেশি দেশে কূটনৈতিক মিশন সক্রিয় রয়েছে এবং এসব দেশের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক স্বাভাবিকভাবে চলছে।

স্থানীয় গণমাধ্যম হুরিয়াত রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।

তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, “আমাদের বহু দেশের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। তবে এসব দেশ কিছু অন্য দেশের সঙ্গে কূটনৈতিক নাজুকতায় থাকায় এখনো প্রকাশ্যে ঘোষণা দেয়নি।”

বিশ্ববাসীর উদ্দেশে তিনি বলেন, আফগানরা সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার সক্ষমতা রাখে। তাই শত্রুতার পরিবর্তে বন্ধুত্বের পথ বেছে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, আফগানিস্তান অন্য কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং এই ভূমি কারও বিরুদ্ধে ব্যবহার করা হয় না। একইভাবে, তিনি দাবি করেন অন্যান্য দেশও আফগান ভূমির প্রতি সম্মান প্রদর্শন করুক এবং একই নীতি অনুসরণ করুক।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img