আজ ৩১ অগাস্ট। চার বছর আগে এই দিনে আফগানিস্তান থেকে শেষ মার্কিন সেনা চলে যায়। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই দশকের দখলদারিত্বের অবসান ঘটে। আমেরিকা ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং বিশ বছর জুড়ে শহর, গ্রাম, মসজিদ ও বাজারে বোমাবর্ষণ করে হাজারো নিরীহ মানুষকে হত্যা করে। কিন্তু আফগান জাতি কখনো আত্মসমর্পণ করেনি। ইমারাতে ইসলামিয়া এ দিনটিকে জাতীয় বিজয় ও স্বাধীনতার প্রতীক ঘোষণা করেছে।
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ৩১ অগাস্ট শুধু আমেরিকার নয়, বরং সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটিশ সাম্রাজ্যের মতো সব দখলদার শক্তির ওপর আফগানদের জয়ের প্রতীক। তিন সাম্রাজ্যের পতন প্রমাণ করে, আফগান জাতি কখনো দখল মেনে নেয়নি।
তিনি সতর্ক করে বলেন, যেসব দেশ এখনো আফগানিস্তান দখলের স্বপ্ন লালন করছে, তারা যেন এই ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেয়। আফগানরা ঐক্যবদ্ধ থাকলে কোনো দখলদারই এখানে টিকে থাকতে পারবে না।
ডেপুটি মুখপাত্র মাওলানা হামদুল্লাহ ফিতরাত তার বার্তায় বলেন, ৩১ অগাস্ট বিজয়ের প্রতীক। বছরের পর বছর আফগান জনগণের ত্যাগ ও সংগ্রামের বাস্তব ফলাফল এ দিনের মধ্যেই প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, আমেরিকা ও ন্যাটো বাহিনীর প্রস্থান প্রমাণ করেছে, আফগান জাতি স্বাধীনতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তারা প্রমাণ করেছে, এই ভূমি অপরাজেয়। জনগণ মাতৃভূমির প্রতিরক্ষায় জীবন ও সম্পদ উৎসর্গে সদা প্রস্তুত।
মার্কিন কংগ্রেস সদস্য ও অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর জেনারেল ড্যান বেকন স্বীকার করেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার তার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষে অনেক মার্কিন সেনা মানসিক সমস্যায় ভুগছে। অন্য সাবেক সেনা কর্মকর্তা টম বার্ট বলেছেন, আফগানিস্তান থেকে প্রত্যাহার শুধু সামরিক নয়, নেতৃত্বের স্তরেও এক মারাত্মক পরাজয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার বলেছেন, ৩১ অগাস্ট আমেরিকার জন্য লজ্জাজনক ও ঐতিহাসিক পরাজয়।
সূত্র: আরিয়ানা নিউজ, রেডিও হুরিয়াত, এপি ও ফক্স নিউজ









