আফগানিস্তানের বাগলান প্রদেশে ঘুরি সিমেন্টের তৃতীয় কারখানার নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিল্পোন্নয়ন, স্বনির্ভরতা ও জাতীয় অর্থনীতির শক্তিশালীকরণ নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।
শনিবার (৩১ আগস্ট) বাগলান প্রদেশে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মোট ব্যয় ধরা হয়েছে ৮৬.৮ মিলিয়ন ডলার। জাতীয় উন্নয়ন কোম্পানির তত্ত্বাবধানে আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে।
উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য মোল্লা আবদুল গনি বারাদার বলেন, শিল্পায়ন প্রতিটি দেশের মৌলিক লক্ষ্যগুলোর অন্যতম। যে দেশগুলোর নিজস্ব উৎপাদনমুখী কারখানা থাকে, তারা শুধু অভ্যন্তরীণ প্রয়োজন মেটায় না, বরং উদ্বৃত্ত উৎপাদন বিদেশে রপ্তানিও করতে পারে।
ঘুরি সিমেন্টের তৃতীয় কারখানার উৎপাদন শুরু হলে দেশের সিমেন্টের চাহিদার বড় অংশ অভ্যন্তরে পূরণ হবে। শিল্পখাত প্রসারিত হবে, বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাওয়া রোধ হবে, নির্মাণকাজ সহজ ও দ্রুত হবে, সিমেন্টের দামে স্থিতিশীলতা আসবে এবং বহু মানুষের কর্মসংস্থান হবে। এটি শিল্পায়িত আফগানিস্তানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
মোল্লা বারাদার বলেন, আফগানিস্তান এখনো বহুলাংশে বিদেশি আমদানির ওপর নির্ভরশীল এবং জাতীয় বাজেটের বড় অঙ্ক এ খাতে ব্যয় হয়। অথচ বিদেশি পণ্য ব্যয়বহুল এবং স্থায়ী বা নির্ভরযোগ্য নয়। দেশের ভেতরে এ ধরনের উৎপাদনমুখী কারখানা প্রতিষ্ঠা হলে ধাপে ধাপে আমদানির ওপর নির্ভরশীলতা কমবে এবং একটি উৎপাদনশীল আফগানিস্তানের ভিত্তি তৈরি হবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এ কারখানার কাজ স্বীকৃত মানদণ্ড অনুযায়ী সততার সঙ্গে এগিয়ে নিতে হবে এবং কোনো ধরনের অবহেলা বা প্রযুক্তিগত গাফিলতি বরদাশত করা হবে না।
ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় কোম্পানিসমূহের মহাপরিচালক মাওলানা আহমদ জান বিলাল বলেন, এ কারখানা জাতীয় উৎপাদনশক্তি শক্তিশালী করবে, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
বাগলান প্রদেশের গভর্নর বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে সরকার অর্থনৈতিকভাবে তাদের পূর্ণ সমর্থন দিচ্ছে এবং এ খাতে বিশেষ গুরুত্ব দেবে।
নির্মাণকাজ শেষ হলে নতুন এ কারখানা দিনে ২৪ ঘণ্টায় ৫ হাজার টন সিমেন্ট উৎপাদন করতে সক্ষম হবে।
সূত্র : হুরিয়াত রেডিও