মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

আগ্রাসনের শিকার হলেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবো: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

আগ্রাসনের শিকার হলেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ক্যারিবীয় সাগরে আমেরিকার আটটি যুদ্ধজাহাজ এবং অন্তত ১ হাজার ২০০ মিসাইল মোতায়েন রয়েছে অভিযোগ করে তিনি বলেল, এ সামরিক প্রস্তুতির মূল লক্ষ্য ভেনেজুয়েলার সরকার পতন ঘটানো।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মাদুরো এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সামরিক হুমকি দেখিয়ে আমেরিকা সরকার পরিবর্তন চাইছে। ভেনেজুয়েলা গত একশ’ বছরে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি হয়েছে। আটটি যুদ্ধজাহাজ, এক হাজার ২০০ মিসাইল এবং সাবমেরিন দিয়ে দেশটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।’

তিনি আরও জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় উপকূলীয় অঞ্চল ও সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img