মঙ্গলবার, মে ২০, ২০২৫

তৃতীয় বারের মতো দলপ্রধান হতে আইন সংশোধন করা হবে না: রাশেদ আল গানূশী

spot_imgspot_img

ইনসাফ | নাহিয়ান হাসান


পুনরায় দলপতি পদে নির্বাচনের লক্ষ্যে আইন সংশোধন করা হবে না বলে জানিয়েছেন তিউনিসীয় পার্লামেন্টের স্পিকার ও দেশটির সরকারি দল আন-নাহদাহ‘র বর্তমান দলনেতা রাশেদ আল গানূশী।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।

রাশেদ আল গানূশী বলেন, আন-নাহদার অভ্যন্তরীণ আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। পুনরায় দলের প্রধান হতে এই আইন সংস্কার করা হবে না।

এসময় তিনি নিজেকে অন্যান্য মুভমেন্টের কোনো সদস্যের অভিভাবক নন বলেও দাবী করেন।

বস্তুত, নিয়ম না থাকা সত্ত্বেও আন-নাহদা মুভমেন্টের কয়েকজন নেতা তৃতীয় বারের মতো দলপতি হিসেবে রাশেদ আল গানূশীকে নির্বাচিত করতে চাওয়া প্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

দলপতি হিসেবে আল গানূশীকে তৃতীয় বারের মতো নির্বাচিত করার প্রসঙ্গ ছাড়াও আরো বিভিন্ন ইস্যুতে তিউনিসিয়ার এই রাজনৈতিক দলটি এখন অভ্যন্তরীণ বিরোধে জর্জরিত।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img