ভারতে উত্তর প্রদেশের লাখিমপু খেরি জেলার লাখা আলিগঞ্জ গ্রামে একটি সরকারি স্কুলে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) লাখা আলিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্কুল ভবন থেকে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সাদ্দাম নামে একজন ব্যক্তি। এরপর স্থানীয় বাসিন্দা সঞ্জয় ত্রিবেদী সাদ্দাম ও আরও পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।
সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (এসপি) সঙ্কল্প শর্মা বলেছেন, “প্রধান অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে, এবং আমরা বাকি সন্দেহভাজিদের খুঁজছি। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এতে জাতীয় পতাকার সঙ্গে অবাধ হস্তক্ষেপ ঘটেছে।”
গ্রেফতারের খবরটি জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। হাজার হাজার ভারতীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি দেখাতে র্যালি করেছেন। যেখানে কিছু উগ্র হিন্দুত্ববাদী ইসরাইলি পতাকা উড়িয়ে জায়োনিস্ট দখলদারদের প্রতি তাদের সমর্থন প্রকাশ করছেন। যারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন, তাদের গ্রেফতার করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে।
তারা গাজ্জার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, “যে মানুষরা বোমা হামলা ও অভাবের মুখোমুখি হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো কোনো অপরাধ নয়।”
সূত্র: মুসলিম মিরর











