মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

উত্তর প্রদেশে কয়েক দশকের পুরনো মাজার ভেঙে ফেলেছে ভারতীয় প্রশাসন

উত্তর প্রদেশে কয়েক দশকের পুরনো মাজার ও দোকান ভেঙে ফেলেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সরকারি জমিতে নির্মিত হওয়ার অভিযোগে উত্তর প্রদেশের সীতাপুর জেলার কয়েক দশকের পুরনো মাজার ও দোকানপাট ভেঙে ফেলেছে জেলা প্রশাসন।

মুসলিমদের দোকানপাট ও ধর্মীয় স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পূর্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে প্রশাসন, যেনো কোনো ধরণের বিক্ষোভ না হয়। মাজার ও মুসলিমদের দোকানপাট গুড়িয়ে দেওয়ার অভিযান বাঁধাগ্রস্ত না হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক আনন্দের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তায় মাজার ও দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয়। এসময় মাহমুদাবাদের তহসিলদারও উপস্থিত ছিলেন।

জেলা কর্মকর্তারা জানান, ধর্মীয় স্থাপনা ও দোকানগুলো সরকারি জমিতে নির্মিত, যার মূল্য দুই কোটি টাকা।

এডিএম নীতিশ কুমার সিং মন্তব্য করেছেন, “কয়েক দশক ধরে চলে আসা অবৈধ দখল অপসারণের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি জমি অবৈধভাবে ব্যবহার করা যাবে না।”

এই ধ্বংসযজ্ঞ মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ভয়ের সঞ্চার করেছে। কেননা, প্রশাসন বিভিন্ন রাজ্যে বেছে বেছে মুসলিমদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনাগুলো গুড়িয়ে দিচ্ছে। আর প্রতিটি ক্ষেত্রেই দাবী করা হচ্ছে যে, এসব সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ