যারা নির্বাচনে না আসার কথা বলে, তারা হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বললেন, যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার সুরেই কথা বলছে। দাবি না মানলে নির্বাচনে যাবো না এমন বক্তব্য অগণতান্ত্রিক।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, একেক দলের একেক দাবিতে গণভোট করতে গেলে এ দেশে আর নির্বাচন হবে না। গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই বলেও মনে করেন বিএনপির এ নেতা।