মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

ফেসবুক, ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগমাধ্যম ব্লক করার ঘোষণা দিয়েছে নেপাল

ফেসবুক, ইউটিউব সহ সবধরণের সামাজিক যোগাযোগমাধ্যম ব্লক করার ঘোষণা দিয়েছে নেপাল।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিংকড-ইন, এক্স বা টুইটার সহ সবধরণের সামাজিক যোগাযোগমাধ্যম ব্লক করার ঘোষণা দিয়েছে নেপাল।

দেশটির সরকার জানায়, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো নেপাল সরকারের নিবন্ধনের শর্ত পূরণ করেনি। তাই অনিবন্ধিত প্লাটফর্মগুলোকে নেপালে ব্লক করে দেওয়া হবে।

দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বীরাজ সিং গুরুং বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু তারা সুযোগগুলোকে উপেক্ষা করেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, রেডিট এবং লিংকড-ইনের মত জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্মগুলো নেপাল সরকারের শর্ত মোতাবেক নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। নেপালে কার্যক্রম অব্যাহত রাখতে হলে প্লাটফর্মগুলোকে অবশ্যই ২০২৩ সালের নির্দেশিকা অনুসারে নিবন্ধিত হতে হবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিবন্ধনের আওতায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। চীন এসবের পাশাপাশি কঠোর সেন্সরশিপ ও লাইসেন্সিং পদ্ধতিও প্রয়োগ করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img