মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

ইউরোপকে রাশিয়ার তেল কিনতে নিষেধ করলেন ট্রাম্প

ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে চীনের ওপরেও অর্থনৈতিক চাপ তৈরি করতেও বলেছেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হোয়াইট হাউস সূত্রে জানা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে অনুষ্ঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বৈঠকে ভিডিও কলে যোগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি এবং ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে ট্রাম্প বলেন, ইউরোপকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে, কারণ এই অর্থ দিয়েই মস্কো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শুধু এক বছরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে ১.১ বিলিয়ন ইউরো দিয়েছে।

২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর ইউরোপ দীর্ঘদিনের জ্বালানি নির্ভরতা ছিন্ন করার চেষ্টা করছে। ইউরোপীয় কমিশন প্রস্তাব দিয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারির মধ্যে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করতে হবে। বেশিরভাগ দেশ ইতিমধ্যেই ২০২২ এবং ২০২৩ সালে রাশিয়ার অপরিশোধিত তেল ও গ্যাস আমদানি বন্ধ করেছে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়া সীমিত পরিমাণে ক্রুড তেল নিচ্ছে। এছাড়া ভারতসহ তৃতীয় দেশে রাশিয়ার তেল প্রক্রিয়াজাত করার পর ইউরোপে পাঠানো হচ্ছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বৈঠকে ইউরোপীয় নেতাদের ট্রাম্প বলেছেন, “রাশিয়ার যুদ্ধ অর্থায়নে চীনও ভূমিকা রাখছে, তাই তাদের ওপরও অর্থনৈতিক চাপ বাড়াতে হবে।”

বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত ছিলেন।

ট্রাম্প বৈঠকে প্রশ্ন তুলেছেন, ইউরোপীয়রা যদি এখনো রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা রাখে, তবে তাদের আন্তরিকতা কোথায়। তিনি জানিয়েছেন, যুদ্ধের দায়িত্ব ইউরোপীয়দেরও আছে।

ট্রাম্প এর আগে সতর্ক করেছিলেন, রাশিয়ার তেল কিনলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে গত এপ্রিলে বহু দেশের ওপর শুল্ক আরোপের সময় মস্কোর ওপর সরাসরি কোনো শুল্ক আরোপ করা হয়নি। অন্যদিকে, ম্যাক্রোঁ জানিয়েছেন, যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনকে স্থল, সমুদ্র ও আকাশপথে আন্তর্জাতিক বাহিনী পাঠাতে ২৬টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img