মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

ভারত ভাঙার ডাক দেওয়া অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল নয়াদিল্লি

ভারতকে ভাগ করে একাধিক ছোট ছোট দেশ বানানোর আহ্বান জানানো অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুন্টার ফেলিঙ্গার-ইয়াহনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিল নয়াদিল্লি। সম্প্রতি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। খবর এনডিটিভির।

এনডিটিভির খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক্স কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্টার ফেলিঙ্গার-জান কিছু দিন আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেখানে সরাসরি ভারতের বিরুদ্ধে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথা বলেন।

তিনি লেখেন, “ভারতকে ভেঙে ফেলার ডাক দিচ্ছি। নরেন্দ্র মোদি রাশিয়ার কাছের মানুষ। খলিস্তানিদের স্বাধীনতার জন্য আমাদের বন্ধু প্রয়োজন।”

সেই পোস্টে একটি মানচিত্রও প্রকাশ করেন ফেলিঙ্গার। সেখানে দেখা যায়, পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থানসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতীয় রাজ্যগুলো ‘খলিস্তান’ এর অংশ। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু সব আলদা আলাদা পতাকার রঙে সজ্জিত।

এই পোস্ট ভারতীয় কর্মকর্তাদের নজরে আসে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই ব্যক্তির এক্স অ্যাকাউন্টটি এ দেশের ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দিতে বলা হয়। সেই অনুযায়ী এক্স কর্তৃপক্ষও পদক্ষেপ নেয়।

অস্ট্রিয়ার যে কমিটি ইউক্রেন, কসোভো, বসনিয়া এবং অস্ট্রিয়ার নেটো সদস্যপদ আদায়ের জন্য লড়ছে, সেই কমিটির প্রেসিডেন্ট ফেলিঙ্গার। তার এক্স অ্যাকাউন্টটি এখন ভারতের কোনও ব্যবহারকারী খুলতে পারছেন না। সেখানে লেখা আছে, “এই অ্যাকাউন্টটি আইনি কারণে ভারতে বন্ধ রয়েছে।”

এনডিটিভি জানায়, নয়াদিল্লি বিষয়টি নিয়ে অস্ট্রিয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করবে কিনা? ভিয়েনায় যোগাযোগ করে ওই অর্থনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানাবে কিনা? এমন প্রশ্নের উত্তরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, যেহেতু ওই অর্থনীতিবিদ অস্ট্রিয়া সরকারের কোনও পদে নেই, তাই এর চেয়ে বেশি গুরুত্ব তাকে দেওয়ার প্রয়োজন মনে করা হচ্ছে না। যদিও তার পোস্টে ভারতের সমাজমাধ্যমে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

২০২৪ সালের জুলাই মাসে অস্ট্রিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ৪১ বছরে ভারতের আর কোনোও প্রধানমন্ত্রী সেই দেশে যাননি।

এর আগেও ফেলিঙ্গার তার পোস্ট এবং ভিডিওতে খোলাখুলিভাবে বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img