ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একাধিক জেলা পরিদর্শন করেছেন দেশটির সেনা প্রধান ক্বারী মুহাম্মাদ ফাসিহউদ্দিন ফিতরত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একটি প্রতিনিধি দলের সঙ্গে কুন্দর প্রদেশের খাস কুন্দর ও নুরগল জেলা পরিদর্শন করেন তিনি।
প্রতিনিধি দলে অপারেশন বিভাগের পরিকল্পনা ও সমন্বয় সহকারী এবং প্রধান সদর দপ্তরের ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অন্তর্ভুক্ত ছিলেন।
পরিদর্শনের সময় প্রধান সদর দপ্তরের প্রধান প্রথমে ২০১ খালিদ বিন ওয়ালিদ কোরপসের প্রথম সীমান্ত ব্রিগেডের প্রথম ব্যাটালিয়নে গিয়ে কুন্দর প্রদেশের গভর্নর মাওলানা কুদরতউল্লাহ আবু হামজা এবং কিছু বেসামরিক ও সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।
দেশের বিমান বাহিনীর পাইলটদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে সেনাপ্রধান ফাসিহউদ্দিন বলেন, “আপনারা আমাদের দেশের নাগরিকদের উদ্ধারে সক্রিয় এবং মূল্যবান ভূমিকা রেখেছেন।”
তিনি বলেন, “প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর, বিশেষত বিমান বাহিনীর পাইলটদের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ; তারা সংক্ষিপ্ত সময়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। আমি এলাকার মানুষদের আশ্বস্ত করতে চাই যে, জাতীয় ইসলামি সেনা তাদের সকল সক্ষমতা ও উপকরণ ব্যবহার করে দেশের মানুষের সেবা চালিয়ে যাবে।”
পরে প্রতিনিধি দলের সঙ্গে তিনি নুরগল উপজেলায় পৌঁছান। সেখানে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সমবেদনা প্রকাশ করেন।
এই সফরের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান সদর দপ্তরের পক্ষ থেকে ১১০০ এর বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক কোটি আফগানি নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
সূত্র: আরটিএ









