শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তান কোনো দেশের সঙ্গে শত্রুতা চায় না : ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা হানাফী

আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফী বলেছেন, আফগানিস্তান কোনো দেশের সঙ্গে শত্রুতা করতে চায় না। তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ নয়, বরং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং আফগানিস্তানের ওপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নিতে হবে।

শনিবার কাবুলে অনুষ্ঠিত বিদ্যুৎ স্থিতিশীলতা ও উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে ২২টি দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারী, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বেসরকারি খাতের সক্রিয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাওলানা হানাফী বলেন, “আফগানিস্তান কোনো দেশের সঙ্গে শত্রুতা করতে চায় না। আমরা চাই বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠুক।”

দেশগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, “আফগানিস্তানের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিন। যুদ্ধ ও সংঘর্ষের পরিবর্তে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।”

বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “আফগানিস্তানে এখন বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তাই বিনিয়োগকারীরা দেশের স্বনির্ভরতা অর্জনে সক্রিয় ভূমিকা রাখবেন।”

বিদ্যুৎ খাতের প্রসঙ্গে মাওলানা হানাফী বলেন, “বিনিয়োগকারীরা বিদ্যুৎ খাতকে শক্তিশালী করুন। আফগানিস্তান যেন অন্যদের উপর নির্ভরশীল না থেকে নিজেই স্বয়ংসম্পূর্ণ হতে পারে।”

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img