শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

ব্রিটেনে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হলেন শাবানা

ব্রিটেনের রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লেবার এমপি শাবানা মাহমুদ। প্রধানমন্ত্রী কায়ার স্টারমার ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে তাকে নিয়োগ দেন। এর আগে তিনি বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতির নিরাপত্তা নিশ্চিত করে এসেছেন। আজ থেকে শুরু হলো নতুন অধ্যায়। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শাবানা মাহমুদ প্রথম মুসলিম নারী হিসেবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নেতৃত্বে এলেন। এর মাধ্যমে তিনি পুলিশিং, অভিবাসন, জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃত্ব দেবেন।

দায়িত্ব নেওয়ার পর এক্স পোস্টে শাবানা মাহমুদ লিখেছেন, “স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সম্মান। সরকারের প্রথম দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।”

১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন শাবানা মাহমুদ। শৈশবের একটি অংশ কাটান সৌদি আরব ও যুক্তরাজ্যে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন এবং ব্যারিস্টার হিসেবে অনুশীলন করেন।

২০১০ সাল থেকে তিনি বার্মিংহাম লেডিউড আসনের সংসদ সদস্য। লেবার পার্টির সক্রিয় নেতা হিসেবে একসময় ছায়া মন্ত্রিসভা এবং পরে সরকার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর থাকাকালে তিনি কারাগারের ভিড় কমাতে ‘আগাম মুক্তি কর্মসূচি’ চালু করেন এবং সাজা সুরক্ষা ও মানবাধিকার আইন বিষয়ে কঠোর অবস্থান নেন।

সূত্র : গালফ নিউজ, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, ফিনান্সিয়াল টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img