শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

আফগানিস্তানের পাঞ্জশিরে আরও কয়েকটি পান্নার খনি পাওয়া গেছে

আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, পাঞ্জশির প্রদেশে পান্নাসহ একাধিক খনির সন্ধান পাওয়া গেছে।

মন্ত্রণালয় জানায়, প্রদেশটির আনাবা, রুখা, আবশার ও পরিয়ান জেলায় নতুন খনির সন্ধান পাওয়া গেছে। এসব খনি প্রকৌশলীদের বিশেষায়িত প্রযুক্তিগত দলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, এ অঞ্চলে অন্যান্য খনি অনুসন্ধানের প্রচেষ্টা চলমান রয়েছে।

অন্যদিকে, পাঞ্জশিরের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এখানে পান্নার (এমেরাল্ড) ২৬০টিরও বেশি খনি শনাক্ত করা হয়েছে এবং খনন কার্যক্রমের জন্য ৬০০টিরও বেশি লাইসেন্স ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

আফগান সরকার বলছে, বর্তমানে পাঞ্জশিরের সব খনির ওপর সরকারের পূর্ণ নজরদারি রয়েছে এবং এগুলো আইনসম্মতভাবে খনন করা হচ্ছে।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img