কাতারের রাজধানী দোহায় হামাসের দপ্তরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।
আফগান সরকার এক বিবৃতিতে কাতারের ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে হামাসের রাজনৈতিক দপ্তরকে লক্ষ্যবস্তু বানানোকে বর্বরোচিত কাজ হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি মানবতার সব নীতিমালার পরিপন্থী।
বিবৃতিতে আফগান সরকার আরও বলে, যায়োনিস্ট শাসন বারবার মানবিক ও রাজনৈতিক প্রচলিত নিয়ম-কানুন লঙ্ঘন করছে এবং ধারাবাহিকভাবে ভয়াবহ অপরাধ সংঘটিত করছে। অথচ কার্যকর রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলো নীরবতা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক।
সূত্র : হুরিয়াত রেডিও