বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর | ২০২৫

নির্বাচন সুষ্ঠু হলে ছাত্রশিবির প্যানেল জয়ী হবে: ভিপি প্রার্থী আদিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীর বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন প্যানেলটির ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।

তিনি বলেন, নির্বাচনে একটি পক্ষ প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হল কেন্দ্রের সামনে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, টানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে ভোটগ্রহণ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img