মঙ্গলবার, মে ২০, ২০২৫

শীতকালীন যৌথসামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এবং আজারবাইজান

spot_imgspot_img

তুরস্ক এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী শীতকালীন যৌথ সামরিক মহড়া ২০২১ এর প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের কার্স অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ জানুয়ারি) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তুরস্কের সশস্ত্র বাহিনী পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এবারই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে অনুষ্ঠিত হবে।

কঠিন শীতের পরিবেশে দুই দেশের সেনারা আশ্রয়, সেনাশক্তি বাড়ানো এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে অনুশীলন করবে।

তুরস্কের সামরিক বাহিনী বলছে, দুই দেশের সামরিক বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠেয় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সেনারা স্থল ও বিমান অভিযানের মতো গুরুত্বপূর্ণ মহড়া চালাবে। এছাড়া ট্যাংক ডিভিশন, করোনারি, স্নাইপার টিম, হেলিকপ্টার ও কমান্ডোরা মহড়ায় অংশ নেবে।

আগামী ১ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পরীক্ষা চালানো হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img