শনিবার | ১৩ সেপ্টেম্বর | ২০২৫

নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত জাবির সিনেট ভবন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে। ফল ঘোষণার আগমুহূর্তে শিক্ষার্থীদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবর স্লোগানে প্রকম্পিত হয় সিনেট ভবন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, বিকালে ফল ঘোষণার সময় সিনেট ভবনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রশিবির নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দেন, তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও আল্লাহু আকবার স্লোগান দেন।

এর আগে সিনেট ভবনে খুনি হাসিনার বিচার, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img