শনিবার | ১৩ সেপ্টেম্বর | ২০২৫

যেকোনো লক্ষ্য অর্জনের জন্য নামাজ ও ধৈর্য অবলম্বন করতে হবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য নামাজ ও ধৈর্য অবলম্বন করতে হবে। এই দুই শক্তির মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লার দেবিদ্বারে উপজেলা পরিষদ মিলনায়তনে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, পড়াশোনা ভালো না লাগা অপরাধ নয়, কিন্তু ভালো মানুষ হওয়া অপরিহার্য। কেউ রান্নায় ভালো, কেউ ছবি আঁকায় পারদর্শী, কেউ গান গাইতে পারে, এগুলো হতে পারে পেশা। গুরুত্বপূর্ণ হলো নিজের যোগ্যতা ও আগ্রহ খুঁজে বের করা। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার কেবল সম্ভাবনা নষ্ট করে দেয়।

তিনি বলেন, আমরা যে যাই হই না কেন; ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্যকিছু, অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়। অন্যকে সাহায্য করতে না পারলেও অন্তত ক্ষতি যেন না করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জিল্লুর রহমান।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img