দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলিফা মুফতী হাফেজ আহমদ উল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ৫৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ইন্তেকাল করেছেন।
ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে তিনি ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।
জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার অফিসিয়াল পেইজে জানাজা আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় জামিয়া পটিয়া মাদরাসায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।