চট্টগ্রামের প্রখ্যাত আলেম, জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা আহমদ উল্লাহ রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ শোক জানান সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
নেতারা বলেন, “আল্লামা আহমদ উল্লাহ রহ. ছিলেন ইলমে হাদিস ও ফিকহের এক অগ্রগণ্য আলেমে দ্বীন। তিনি দীর্ঘ সময় ধরে জামিয়া ইসলামিয়া পটিয়ার মতো ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্রকে নেতৃত্ব দিয়ে ইসলামী জ্ঞানচর্চা ও তালীম-তারবিয়তের ধারাকে সমুন্নত রেখেছেন। তাঁর অসংখ্য শাগরেদ আজ দেশের নানা প্রান্তে দ্বীনের খেদমত করে যাচ্ছেন, যা তাঁর জীবনব্যাপী ত্যাগ ও অবদানের উজ্জ্বল সাক্ষ্য বহন করছে। তাঁর ইন্তিকালে দেশ ও জাতি এক মহামূল্যবান সম্পদ হারালো।”
নেতারা আরও বলেন, “আল্লামা আহমদ উল্লাহ রহ. ছিলেন একনিষ্ঠ আলেমে দ্বীন, যিনি আমৃত্যু কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে পথ প্রদর্শনের কাজ করেছেন। তাঁর ইলম, দাওয়াত ও তাকওয়ার জীবনধারা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নিঃসন্দেহে এ ক্ষতি সহজে পূরণযোগ্য নয়।”
নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। একইসাথে তাঁরা মরহুমের শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।”