মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে ‘আই লাভ মুহাম্মাদ’ লেখা প্লেকার্ড প্রদর্শন করায় ২৫ মুসলিমের বিরুদ্ধে মামলা

ভারতের রাওয়াতপুর এলাকায় আই লাভ মুহাম্মাদ লেখা প্লেকার্ড প্রদর্শন ২৫ জন মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কানপুর পুলিশ। এফআইআরের তথ্য অনুযায়ী, যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা রাম নবমীর শোভাযাত্রার সময় ‘আই লাভ মুহাম্মাদ’ লেখা একটি প্লেকার্ড প্রদর্শন করেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাইয়্যেদ নগরের রাওয়াতপুরে এই ঘটনা ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এবং সাইনবোর্ড সরিয়ে নেয়। এর মধ্যেই নতুন করে অভিযোগ ওঠে, বারাওফাত মিছিলের কিছু যুবক হিন্দু ধর্মীয় পোস্টার ছিঁড়ে ফেলেছে। প্রশাসনের মতে, এতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় সংঘর্ষ এড়ানো গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) কে.কে. মিশ্র দাবি করেন, তদন্তে স্পষ্ট হয়েছে অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে শান্তি নষ্টের চেষ্টা করেছেন। এটি ছিল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভেদ তৈরির প্রচেষ্টা। মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ আশ্বাস দিয়েছে, সব অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তারা আরও জানান, আইন-শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ