সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

কাতারের রাজধানী দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাইড লাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

রোববার (১৪ সেপ্টেম্বর) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পা‌কিস্তা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই নেতা কাতার এবং অন্যান্য মুসলিম জাতির উপর ইসরাইলি হামলার নিন্দা জানান। তারা ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্বের উপর জোর দেন।

উল্লেখ্য, কাতারের উপর ইসরাইলি আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করে কাতার।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img