মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

শুধু নিন্দা জানিয়ে ইসরাইলি আগ্রাসন থামানো যাবে না: ইরানের প্রেসিডেন্ট

শুধু নিন্দা আর কথা দিয়ে ইসরাইলি আগ্রাসন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘ইসরাইল জানে মুসলিম বিশ্ব বিভক্ত, আর পশ্চিমা সমর্থন তাদের পেছনে রয়েছে। তাই বারবার আগ্রাসনের সাহস পাচ্ছে। কিন্তু এখন সময় এসেছে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জবাব দেওয়ার।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের দোহায় শুরু হওয়া আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর এক যৌথ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সাম্প্রতিক কাতার হামলার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকা ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই ইসরাইলকে আজ এতটা সাহসী করে তুলেছে।’

তিনি বলেন, কাতারের অভ্যন্তরে ইসরাইলের হামলা কোনো শক্তি প্রদর্শনের বার্তা নয়, বরং এক ধরনের ‘হতাশার বহিঃপ্রকাশ’।

মাসউদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ‘গাজ্জা, লেবানন, কাতার কিংবা ইরান কোনো আরব বা ইসলামী দেশই আজ জায়নিস্ট হামলা থেকে নিরাপদ নয়।’

তিনি আরও বলেন, ‘কাতারে হামলার মধ্য দিয়ে ইসরাইল আসলে পুরো মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। এই ধ্বংসস্তূপ থেকেই এক নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠবে, যেখানে আগ্রাসন নয়, ন্যায়বিচারই হবে ভিত্তি।’

হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যারা জায়নিস্ট শাসনের এই আগ্রাসনকে সমর্থন দিচ্ছে, তাদের অপরাধও ইতিহাসে রয়ে যাবে।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img