বৃহস্পতিবার | ২০ নভেম্বর | ২০২৫

ইসরাইল কাতারে আর হামলা চালাবে না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাম্প্রতিক দোহা হামলার পর ইসরাইল কাতারে আর কোনো হামলা চালাবে না। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে আশ্বস্ত করেছেন, “কাতারে আর আঘাত করা হবে না।”

ট্রাম্প কাতারকে যুক্তরাষ্ট্রের “মহান মিত্র” বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ইসরাইলকে সতর্ক করে বলেন, “খুব, খুব সাবধান থাকতে হবে।”

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দোহা আক্রমণের পর ট্রাম্প নেতানিয়াহুর কাছে অঙ্গীকার চান—ইসরাইল যেন কাতারে আর কোনো হামলা না চালায়। তবে আক্রমণের আগে ও পরে দুই পক্ষের বক্তব্যে বিরোধ তৈরি হয়েছে। হোয়াইট হাউস দাবি করেছে, তারা আগাম অবহিত ছিল না; ইসরাইলি কর্মকর্তারা বলছেন, আক্রমণের আগে ট্রাম্পকে জানানো হয়েছিল। ট্রাম্প নিজে আবার আগাম জানার বিষয়টি অস্বীকার করেছেন।

দোহা হামলার পর উপসাগরীয় রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের প্রতি ইসরাইলকে সংযত করার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানিয়েছেন।

গাজ্জায় চলমান হত্যাযজ্ঞ ও কাতারের মতো মধ্যস্থতাকারীর ওপর আক্রমণ ইসরাইলকে আন্তর্জাতিকভাবে আরও একঘরে করে দিয়েছে। এই অবস্থায় ট্রাম্পের ঘোষণা একদিকে কাতারের প্রতি মার্কিন আনুগত্যের ইঙ্গিত দেয়, অন্যদিকে ইসরাইলি হামলার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে।

সূত্র : টায়মস অব ইসরাইল, আনাদোলু এজেন্সি, অ্যাক্সিওস, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img