রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ককটেল বিস্ফোরণে আহত মঞ্জুরুল হক নামে এক পথচারী বলেন, আমরা থানার সামনেই ছিলাম। হঠাৎ মোটরসাইকেলযোগে দুজন লোক এসে থানার সামনে পরপর ৩টি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলগুলো বিস্ফোরিত হয়ে আমার পায়ে লাগে। আমি, থানার এসআই ও আরো একজন আহত হয়েছি। তবে বেশি গুরুতর না।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. জাহাঙ্গীর। তিনি বলেন, কে বা কারা হঠাৎ করে এসে থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আমরা আশেপাশে খোঁজ খবর নিচ্ছি। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।









